Posts

চিন্তা

জীবনের চাওয়া

March 13, 2025

ওয়ালিউর রহমান

Original Author মোঃ ওয়ালিউর রহমান

107
View

জীবন কত ক্ষুদ্র কিন্তু চাহিদা গুলো আকাশ ছোঁয়া। জীবনের চাহিদা পূরণ করতে গিয়ে জীবনের আসল উদ্দেশ্য, লক্ষ্য ভুলে যাই, ভুলে যাই কে, কেন, কি জন্য জীবনের সৃষ্টি করেছে?

দুনিয়ার মোহ মায়ায় মগ্ন হয়ে যাই,ভুলে যাই সৃষ্টি কর্তার কথা, ভুলে যাই আখিরাতের কথা।দুনিয়াবি চিন্তা আখিরাত ভুলিয়ে রাখে। আচ্ছা হাজার হাজার কোটি টাকার মালিক কি মৃত্যু থেকে নিজেকে বাঁচাতে পারবেন? পারবে না। মানুষ বাড়ি তৈরির সময় পারফেক্ট ডিজাইন করার জন্য ইন্জিনিয়ার এর সাহায্য নেয়, ভূমিকম্প সহনীয় রড দিয়ে বাড়ি মজবুত ভিক্তি তৈরি করা হয়, সবরকম সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা হয়।

বাড়ির মজবুত ভিক্তি ১০০ বছরের বেশি লাস্টিং করবে অথচ মানুষের গড় আয়ু ৭০ বছর। যে বাড়িতে নিজে ৭০ বছরের বেশি থাকতে পারবে না অথচ বাড়ির মেয়াদ ১০০ বছর। কিন্তু যেখানে অনন্তকাল ধরে থাকতে হবে সেই আখিরাতের বিষয়ে কোনো চিন্তা ভাবনা নাই,  অথচ সেই জীবনের কোনো শেষ নাই। দুনিয়ায় ধন সম্পদ বৃদ্ধি আর বিল্ডিং বানানোর প্রতিযোগিতায় উন্মাদ হয়ে গেছে মানুষ। এই ধন, সম্পদ মানুষকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবে না, জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা করতে পারবে না। জীবনের চাওয়া হলো আল্লাহর আনুগত্য স্বীকার করা নবী রসুলের( সা:) এর দেখানো পথ অনুসরণ করে জীবন পরিচালনা করা।

Comments

    Please login to post comment. Login