ঐ আকাশে ঈদের চাঁদ উঠেছে
তাই দেখতে গেছে সবাই।
চাঁদ দেখার তো সাক্ষী লাগে
সবল দুজন পুরুষ ভাই।
মসজিদ মাইকে অ্যালান হলো:
ধ্বনি ঈদ মোবারক ঈদ।
তাইতো পাড়ার মহিলারা
পাটার মধ্যে মশলা পিষে
আর হাম্বল দিস্তায়
পিষে শুকনা মরিচ।
পাড়ার ছেলেপুলে সবই
ঘুরতে গেছে বন্ধুবান্ধব মিলে।
সোনামুনিরা হাতে মেহেদি দিচ্ছে
বড় আপুদের হাত দিয়ে।
ঈদের দিন সালামি নিতে
কত শত বাহানা করি।
কখনো বাবার পিছে,
কখনো দাদার পিছে
একটু সেকটু ঘুরি।।