প্রবাসীরা টাকার মেশিন
🖋️অপ্রিয় লেখক তানভির🌹
প্রবাসীরা টাকার মেশিন,
মন তাদের পড়ে দেশে।
ঘাম ঝরিয়ে গড়ে জীবন,
কেউ বুঝে না ব্যথার বেশে।
ভোরের আগে কাজের তরে,
চলছে তারা দূরদেশে পরে।
মায়ের মুখে হাসি ফোটায়,
নিজে থাকে দুঃখের ঘরে।
কেউ কি দেখে কষ্ট খানি,
আছে শুধু টাকার বাণী।
স্বপ্ন গড়ে অন্য ঘরে,
নিজের চাওয়া পড়ে পরে।
শ্রমে গড়া স্বপ্ন ভাঙে,
কেউ বুঝে না মনে লাগে।
প্রবাসীরা মানুষ তবু,
টাকার মেশিন নয় তো কভু।