দুঃখ আমার নিত্য সাথি
🖋️অপ্রিয় লেখক তানভির🌹
দুঃখ আমার নিত্য সাথি,
আঁধার পথে একলা গাথি।
হাসির আড়াল কান্নার দেখা,
বুকে চেপে রাখি কষ্টের রেখা।
ভোরের রোদে আশার গান,
তবুও মনে পড়ে স্মৃতির টান।
চোখের জলে ভাসে স্মৃতি,
বেদনার রঙে আঁকা সব নীতি।
কেউ বোঝে না হৃদয় ভাঙা,
মনে জমে ব্যথার রাঙা।
চুপচাপ আমি সহি যন্ত্রণা,
একলা রাতে ভাসে ব্যাকুলতা।
তবুও চলি, থেমে থাকি না,
কষ্টের মাঝেও স্বপ্ন হারাই না।
দুঃখ যদি সাথি হয় সারাজীবন,
সাহস নিয়েই গড়ব নতুন ভুবন।