জীবনের প্রতিটা দিন
🖋️অপ্রিয় লেখক তানভির🌹
জীবনের প্রতিটা দিন যে যায়,
ঝরে যাওয়া ফুলের মতোই হারায়।
ফিরে আসে না সেই প্রহর,
থাকে শুধু স্মৃতির মহর।
রাঙা সকাল ধীরে ধীরে মরে,
সন্ধ্যা নামে আঁধার ঘরে।
স্বপ্নগুলো মেলে যে ডানা,
সময় ফুরায়, হারায় না।
তাই তো বলি, সময় বুঝে,
জীবন গড়ো ভালোবেসে।
হারালে আর পাবে না ফের,
প্রতিটা দিন অমূল্য ঘর।
মায়ার বাঁধনে সময় থামে না,
ঝরে যায় ফুল, ফিরে আসে না।
আজকে হাসো, ভালোবাসো প্রাণে,
জীবন গড়ো ভালো কাজের টানে।