রাত নামলেই শুরু হয় যুদ্ধ,
মশার কয়েল, তোর কত শক্তি?
জ্বালিয়ে রাখি আশা নিয়ে,
তবু কেন কামড়ায় মশা মুক্তি?
ওরে কয়েল, তুই কই গেলি?
মশার রাজা এখনো বেঁচে রইলো!
ধোঁয়া তোর উঠলো অনেক,
তবু মশারা নাচতে থাকলো!
বড়াই করিস প্যাকেট জুড়ে,
"একঘণ্টায় সব শেষ!"
কিন্তু দেখি, মশা বসে আছে,
আমার গালে, ঠিক আগের বেশ!
বাতাস বয়, ধোঁয়া উড়ে যায়,
মশারা হাসে, ফুর্তি বাড়ায়!
কয়েলের গল্প হলো পুরোনো,
নতুন কিছুর সময় এলো!
ওরে কয়েল, তুই কই গেলি?
মশার রাজা এখনো বেঁচে রইলো!
ধোঁয়া তোর উঠলো অনেক,
তবু মশারা নাচতে থাকলো!
তোর দিন শেষ, ওরে কয়েল,
মশা মারার লাগবে নতুন খেল!
লোশন, স্প্রে, ব্যাটার আঘাত,
এবার হবে মশাদের মাত!