পোস্টস

নিউজ

আলিয়ঁস ফ্রঁসেজে সব্যসাচী হাজরার বই প্রকাশনা উৎসব

১ মে ২০২৪

নিউজ ফ্যাক্টরি

Featured Image
সব্যসাচী হাজরা সম্পাদিত ‘বর্ণমালা: বাংলা বর্ণ পরিচয় সংকলন’ এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে। একইসঙ্গে এই চিত্রশিল্পীর প্রাইমার টু প্রেস শীর্ষক প্রদর্শনীর উদ্বোধনও অনুষ্ঠিত হবে।    

শুক্রবার (৩ মে), বিকেল ৫টায় ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে এই প্রকাশনা উৎসব এবং প্রদর্শনীর উদ্বোধন হবে।   

বর্ণমালা: বাংলা বর্ণ পরিচয় সংকলনটি প্রকাশ করেছে কবি প্রকাশনী। এই বইয়ে বাংলা প্রাইমারের একটি বিস্তৃত অন্বেষণ করা হয়েছে। এতে ১৮৪৯ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত সময়ের মধ্যে আটটি নির্বাচিত নমুনার সংগ্রহ রয়েছে। এই ঐতিহাসিক তথ্যসূত্রগুলোর সূক্ষ্ম গবেষণা ও বিশ্লেষণের মাধ্যমে হাজরা বাংলা প্রাইমারগুলোতে ব্যবহৃত অক্ষর, সম্পাদনা এবং মুদ্রণ কৌশলগুলোর আকর্ষণীয় বিবর্তন উন্মোচন করেছেন। 

এদিকে প্রাইমার টু প্রেস প্রদর্শনীটি বইটির একটি ভিজ্যুয়াল সঙ্গী হিসাবে কাজ করবে। এর মাধ্যমে দর্শকরা বাংলা প্রাইমারের অসাধারণ যাত্রা এবং তাদের স্থায়ী সাংস্কৃতিক তাৎপর্য প্রত্যক্ষ করার এক অনন্য সুযোগ পাবেন। 

প্রদর্শনীটি ১৮ মে পর্যন্ত চলবে। এটি সকলের জন্য উন্মুক্ত।