Posts

নিউজ

আর্টিস্ট ক্লাবের আয়োজনে ১৩ কবির কবিতা সন্ধ্যা

May 23, 2025

নিউজ ফ্যাক্টরি

Featured Image
191
View

আর্টিস্ট ক্লাব প্রথমবারের মত একটি কবিতার আসরের আয়োজন করতে যাচ্ছে। এই অনুষ্ঠানে ১৩ জন কবি কবিতা আবৃত্তি করবেন।   

শুক্রবার (২৩ মে) সন্ধ্যা ৭টা ৩০মিনিটে, রোড ১৮ (এক্সটেনডেট) বাড়ি-৫৬, ব্লক জে, বনানীতে এই কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হবে। 

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করবেন আশরাফ আহমদ, তুষার দাশ, জায়েদ ফরিদ, কামরুজ্জামান কামু, সাখাওয়াত টিপু, শোয়াইব জিবরান, ফারহানা রহমান, শোয়েব সর্বনাম, স্নিগ্ধা বাউল, জব্বার আল নাঈম, হিজল জোবায়ের, ফরিদ ছিফাতুল্লাহ, ফিরোজ শাহ।

অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত। 

Comments

    Please login to post comment. Login