বাংলা একাডেমির মাঠে আগামী ১০ থেকে ২২ ডিসেম্বর ‘বিজয় বইমেলা-২০২৫’ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)।বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাপুস একাডেমির আল মাহমুদ লেখক কর্নারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে।
আয়োজকেরা জানান, ডিসেম্বর বিজয়ের মাস হওয়ায় মেলাটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এটি কেবল বই বিক্রির মেলা নয়; বরং বই পড়া বাড়ানোর একটি উদ্যোগও হতে যাচ্ছে।
১০ ডিসেম্বর বিকেল ৪টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এই বইমেলা প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। এছাড়া ছুটির দিন মেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।
বাপুস জানিয়েছে, বিজয় বইমেলার আয়োজনে ১৫টি দেশের দূতাবাসকে আমন্ত্রণ জানানো হয়েছে। মেলায় দেশের প্রায় ২০০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে।
এদিকে বিজয় বইমেলা উদযাপন জাতীয় কমিটির প্রধান সমন্বয়কারী ও বাপুসের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচালক আবুল বাশার ফিরোজ শেখ বলেন, একুশে বইমেলার মত বিজয় বইমেলা নামে আরেকটি সর্বজনীন উৎসব আমরা জাতিকে উপহার দিতে চাই। দেশের ৬৪ জেলায় বইমেলা করার পরিকল্পনা আছে আমাদের।
উল্লেখ্য, বিজয় বইমেলায় শিশুদের জন্য গল্প বলার প্রতিযোগিতা, পুতুলনাচ, ম্যাজিক শো, বায়স্কোপসহ আরও অনেক কিছু থাকছে। এ ছাড়া ১১ থেকে ২২ ডিসেম্বর প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে।