Posts

নিউজ

বিজয়ের মাস উপলক্ষে বাংলা একাডেমিতে শুরু হলো 'বিজয় বইমেলা'

December 11, 2025

নিউজ ফ্যাক্টরি

Featured Image
28
View

বিজয়ের মাস উদযাপন উপলক্ষে বাংলা একাডেমি মাঠে বুধবার (১০ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে ‘বিজয় বইমেলা’। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) প্রথমবারের মতো এই বইমেলার আয়োজন করল।  

বুধবার সন্ধ্যায় বাংলা একাডেমির বর্ধমান হাউসের পাশে বিজয় মঞ্চে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাপুসের সভাপতি রেজাউল করিম। প্রধান অতিথি হিসেবে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর মেলাটি উদ্বোধনের কথা ছিল। তবে তিনি সময়মত আসতে না পারায় তার অনুপস্থিতিতেই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।  

উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় রেজাউল করিম জানান, এখন থেকে প্রতিবছর নিয়মিতভাবে বিজয় বইমেলার আয়োজন করবে বাপুস। এ ছাড়া আগামী বছর সারা দেশের ৬৪ জেলায় বইমেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে। মূলত তরুণ প্রজন্মের পাঠাভ্যাস বৃদ্ধির জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

এদিকে বাপুসের পরিচালক ও মেলা আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী আবুল বাশার ফিরোজ বলেন, বাপুসের উদ্যোগে বিজয় বইমেলা আয়োজনের মধ্য দিয়ে একটি মাইলফলক স্থাপিত হলো। এই মেলা প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।     

আয়োজকেরা জানান, মেলায় মোট ১৭০টি স্টল রয়েছে এবং ১৪০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় ২৫ শতাংশ কমিশনে বই বিক্রি করা হবে। এই বইমেলা প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। এ ছাড়া ছুটির দিন মেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। 

উল্লেখ্য, মেলায় প্রতিদিন বিকেলে বর্ধমান হাউসের পাশে বিজয় মঞ্চে এবং বটতলার নজরুল মঞ্চে থাকবে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশু-কিশোরদের জন্য বিশেষ আয়োজন। মেলাটি ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে। 

Comments

    Please login to post comment. Login