Posts

নিউজ

ব্রিকস লিটারেচার অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় আমিরাতি লেখক রিম আল কামালি

November 21, 2025

নিউজ ফ্যাক্টরি

Featured Image
87
View

চলতি বছরের ব্রিকস লিটারেচার অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন সংযুক্ত আরব আমিরাতের লেখক রিম আল কামালি। এছাড়া ব্রাজিলের আনা মারিয়া গঞ্জালভেস, রাশিয়ার আলেক্সি ভার্লামভ, ভারতের সোনু সাইনি, চীনের মা বয়ং, দক্ষিণ আফ্রিকার নথাবিসেং জাহরোজ জাফতা, ইথিওপিয়ার আবেরে আদামু, ইরানের মনসুর আলিমোরাদি, ইন্দোনেশিয়ার ড্যানি জেএ এবং মিশরের সালওয়া বকরও এই তালিকার জন্য মনোনীত হয়েছেন।

সম্প্রতি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার এইচবি জ্যাসিন লিটারারি ডকুমেন্টেশন সেন্টারে এই ১০ জন লেখকের সংক্ষিপ্ত তালিকাটি প্রকাশ করা হয়। ২৭ নভেম্বর রাশিয়ার খবরোভস্ক শহরে জাঁকজমকপূর্ণ একটি অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী লেখকের নাম ঘোষণা করা হবে।

রিম আল কামালি আরব আমিরাতের লেখক এবং সাংবাদিক। তিনি ১৯৭৯ সালে দুবাইতে জন্মগ্রহণ করেন। ৪৬ বছর বয়সী এই লেখকের উপন্যাস 'রোজ'স ডায়েরি' ২০২২ সালে ইন্টারন্যাশনাল প্রাইজ ফর অ্যারাবিক ফিকশন পুরস্কারের দীর্ঘ তালিকায় জায়গা পেয়েছিল। প্রথমবার কোনো আমিরাতি লেখকের উপন্যাস আরব বিশ্বের মর্যাদাবান এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল। তিনি মূলত ঐতিহ্য এবং প্রাচীন ভাষাগুলোর বিষয়ে আগ্রহী। 

উল্লেখ্য, ২০২৪ সালে মস্কোর ব্রিকস ট্র্যাডিশনাল ভ্যালুস ফোরামে ব্রিকস লিটারেচার অ্যাওয়ার্ড চালু করার ঘোষণা দেওয়া হয়। এই সাহিত্য পুরস্কারের মাধ্যমে ব্রিকসভুক্ত দেশগুলোর সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যকে প্রতিফলিত করে এমন সমসাময়িক লেখাকে সম্মানিত করা হবে। এটি আন্তঃসাংস্কৃতিক বিনিময়কে উৎসাহিত করার জন্য অনুবাদ এবং প্রকাশনাকেও উৎসাহিত করবে।  

সূত্র: দ্য ন্যাশনাল 

Comments

    Please login to post comment. Login