Posts

নিউজ

ব্রিকস অ্যাওয়ার্ড জিতলেন মিশরীয় লেখক সালওয়া বকর

November 30, 2025

নিউজ ফ্যাক্টরি

Featured Image
27
View

প্রথমবার চালু হওয়া ব্রিকস লিটারেচার অ্যাওয়ার্ড জিতলেন মিশরের লেখক সালওয়া বকর। ২৭ নভেম্বর রাশিয়ার খবরোভস্ক শহরে জাঁকজমকপূর্ণ একটি অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী লেখকের নাম ঘোষণা করা হয়। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন দশ লাখ রাশিয়ান রুবল।    

এর আগে ব্রিকস প্রাইজ বোর্ড অব ট্রাস্টিজ ব্রিকসভুক্ত দেশগুলোর ২৭ জন লেখকের একটি দীর্ঘ তালিকা ঘোষণা করেছিল। এরপর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ১০ জন লেখকের সংক্ষিপ্ত একটি তালিকা প্রকাশ করা হয়।  

এই সংক্ষিপ্ত তালিকায় সংযুক্ত আরব আমিরাতের লেখক রিম আল কামালি, ব্রাজিলের আনা মারিয়া গঞ্জালভেস, রাশিয়ার আলেক্সি ভার্লামভ, ভারতের সোনু সাইনি, চীনের মা বয়ং, দক্ষিণ আফ্রিকার নথাবিসেং জাহরোজ জাফতা, ইথিওপিয়ার আবেরে আদামু, ইরানের মনসুর আলিমোরাদি, ইন্দোনেশিয়ার ড্যানি জেএ এবং মিশরের সালওয়া বকর জায়গা পেয়েছিলেন।  

সালওয়া বকর ১৯৪৯ সালে মিশরের রাজধানী কায়রো্তে জন্মগ্রহণ করেন। দেশটির বিখ্যাত উপন্যাসিক এবং সমালোচক হিসেবে তার পরিচিতি রয়েছে। তিনি সাতটি ছোটগল্প সংকলন, সাতটি উপন্যাস এবং একটি নাটক লিখেছেন। তার এই বিজয় প্রধান সাহিত্য মঞ্চে আরব লেখকদের ক্রমবর্ধমান আন্তর্জাতিক স্বীকৃতির প্রতিফলন ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।        

৭৬ বছর বয়সী এ লেখকের উপন্যাস এবং গল্পগুলো ইউরোপের বিভিন্ন দেশের ভাষায় অনূদিত হয়েছে। তার উপন্যাস ‘দ্য ম্যান ফ্রম বাশমোর’ আরব লেখক ইউনিয়নের ১০০টি সেরা আরবি উপন্যাসের তালিকার জন্য নির্বাচিত হয়েছিল। তিনি ডয়চে ভেলে লিটারারি প্রাইজ পেয়েছেন। তিনি মিশরের সুপ্রিম কাউন্সিল ফর কালচার এবং মিশরীয় লেখক ইউনিয়নের সদস্য। 

উল্লেখ্য, ২০২৪ সালে মস্কোর ব্রিকস ট্র্যাডিশনাল ভ্যালুস ফোরামে ব্রিকস লিটারেচার অ্যাওয়ার্ড চালু করার ঘোষণা দেওয়া হয়। আয়োজকরা জানিয়েছেন, এই সাহিত্য পুরস্কারের লক্ষ্য হলো, ব্রিকস সদস্যভুক্ত ১০টি দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়কে উৎসাহিত করা এবং সংহতি ও শান্তি সহ অভিন্ন মানবিক মূল্যবোধকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সাহিত্যের ভূমিকা তুলে ধরা।   

সূত্র: আহরাম অনলাইন 

Comments

    Please login to post comment. Login