Posts

নিউজ

এই শরতে আসছে মালালা ইউসুফজাইয়ের নতুন স্মৃতিকথা

July 2, 2025

নিউজ ফ্যাক্টরি

Featured Image
254
View

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই নতুন একটি স্মৃতিকথা প্রকাশ করতে যাচ্ছেন। এই বইতে এমন কিছু একান্ত ব্যক্তিগত স্মৃতি তুলে ধরা হবে যা আগে কখনো প্রকাশিত হয়নি। সম্প্রতি ২৭ বছর বয়সী পাকিস্তানি এই অ্যাক্টিভিস্ট ইনস্টাগ্রামে দেওয়া একটি পোস্টে এই ঘোষণা দিয়েছেন।  

ইনস্টাগ্রামে নতুন বইয়ের খবর শেয়ার করে মালালা লিখেছেন, ‘এটি বন্ধুত্ব এবং প্রথম প্রেমের গল্প, মানসিক স্বাস্থ্য ও আত্ম-আবিষ্কারের গল্প। এটি সেই গল্প নয় যা আপনারা মনে করছেন যে আপনারা জানেন। এটি সেই গল্প যা আমি বলার জন্য অপেক্ষা করছিলাম।’       

‘ফাইন্ডিং মাই ওয়ে’ নামের স্মৃতিকথাটি চলতি বছরের ২১ অক্টোবর যুক্তরাষ্ট্রভিত্তিক প্রকাশনা সংস্থা অ্যাট্রিয়া বুকস থেকে প্রকাশিত হবে।   

প্রকাশনী সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, 'নতুন স্মৃতিকথায় মালালা ইউসুফজাই হাই স্কুল থেকে কলেজ জীবন এরপর অতীতের দুঃসহ স্মৃতির সঙ্গে তারুণ্য পর্যন্ত তার পথের সন্ধান করেছেন। তিনি তার শিক্ষাজীবনের পাশাপাশি তার ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হওয়ার মুহূর্তটিও পাঠকদের সামনে তুলে ধরেছেন। মালালা আমাদের মনে করিয়ে দেন, রোল মডেল হিসেবে আমরা যাদের চিনি তারা নিখুঁত নন, তারাও মানুষ।'       

নোবেলজয়ী এই অ্যাক্টিভিস্ট এর আগেও বেশ কয়েকটি বই লিখেছেন। বইগুলো হল, আই অ্যাম মালালা, মালালা’স ম্যাজিক পেন্সিল, উই আর ডিসপ্লেসড। আই অ্যাম মালালা ২০১৩ সালে তার ১৬তম জন্মদিনের পরেই প্রকাশিত হয়েছে। এটি আন্তর্জাতিকভাবে বেস্টসেলার একটি বই ছিল।  

উল্লেখ্য, মালালা ইউসুফজাই ২০০৯ সাল থেকে মাত্র ১১ বছর বয়সে নারীশিক্ষা অধিকারকর্মী হিসেবে যাত্রা শুরু করেন। তিনি মেয়েদের স্কুলে যাওয়ার অধিকারের পক্ষে কথা বলেন। তিনি ২০১৪ সালে মাত্র ১৭ বছর বয়সে শান্তিতে নোবেল পান। তিনি এখন পর্যন্ত বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী ব্যক্তি।

সূত্র: পিপল  

Comments

    Please login to post comment. Login