জন্মদিনে মানুষ কতকিছুই প্রত্যাশা করে, কিন্তু নোবেল প্রাইজ নেয়ার কথা কেউ হয়তো ভাবতেও পারে না। এরকম অভাবনীয় ঘটনাই ঘটেছে নোবেলজয়ী কবি নেলি সাক্সের সঙ্গে। সম্প্রতি নোবেল প্রাইজ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য প্রকাশ করেছে।
নেলি সাক্স ১৯৬৬ সালে সাহিত্যে নোবেল প্রাইজ জিতেছিলেন। সে বছর ১০ ডিসেম্বর সুইডেনের রাজার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে সম্মানজনক এই পুরস্কারটি গ্রহণ করেন তিনি। আর সেদিনই ছিল তার জন্মদিন।
উল্লেখ্য, নেলি সাক্স জার্মান-সুইডিশ কবি এবং নাট্যকার। ১৮৯১ সালের ১০ ডিসেম্বর জার্মানির বার্লিনে এক ইহুদী পরিবারে তার জন্ম হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেশত্যাগে বাধ্য হয়েছিলেন এই কবি। সে সময় মাকে নিয়ে পালিয়ে সুইডেন চলে যান তিনি। নেলির সাহিত্যকর্মে ইহুদীদের প্রতি নাৎসি বাহিনীর নির্যাতনের বর্ণনা রয়েছে। ফলে তিনি নির্যাতিত ইহুদীদের মুখপাত্রে পরিণত হয়েছিলেন।
তার সম্মানে নেলি সাক্স প্রাইজ নামে একটি সাহিত্য পুরস্কার চালু করা হয়। জার্মান শহর ডর্টমুন্ড কর্তৃপক্ষ প্রতি দুই বছর অন্তর এই পুরস্কার দিয়ে থাকে। মানুষের মধ্যে বোঝাপড়ার উন্নয়নে অসামান্য সাহিত্যিক অবদানের জন্য লেখকদের এই সম্মাননা দেওয়া হয়। নেলি সাক্সের উল্লেখযোগ্য বই হলো, ‘গ্লোয়িং এনিগমাস’, ‘দ্য সিকার এন্ড আদার পোয়েমস’, ‘এলি: অ্যা মিস্ট্রি প্লে অব দ্য সাফারিংস অব ইসরায়েল’।