Posts

নিউজ

কার্নেগি মেডেলের চূড়ান্ত তালিকায় নোবেলজয়ী হান কাং

November 25, 2025

নিউজ ফ্যাক্টরি

Featured Image
101
View

২০২৬ সালের অ্যান্ড্রু কার্নেগি মেডেলের জন্য ফিকশন এবং ননফিকশন বিভাগের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন। এই তালিকায় জায়গা পেয়েছে সাহিত্যে নোবেল বিজয়ী দক্ষিণ কোরিয়ার লেখক হান কাংয়ের ‘উই ডু নট পার্ট’ উপন্যাসটি।  

'উই ডু নট পার্ট' ইংরেজিতে অনুবাদ করেছেন ই. ইয়েওয়ন এবং পেইজ আনিয়াহ মরিস। ঐতিহাসিক এই ফিকশনটি ২০২১ সালের সেপ্টেম্বরে প্রকাশিত হয়।  

এবারের সংক্ষিপ্ত তালিকায় ভারতীয় বংশোদ্ভূত মার্কিন লেখক মেঘা মজুমদারের লেখা ‘অ্যা গার্ডিয়ান অ্যান্ড অ্যা থিফ’ উপন্যাসটিও জায়গা করে নিয়েছে। এটি ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড এবং কিরকাস প্রাইজের চূড়ান্ত তালিকায়ও ছিল। বইটি অপরাহ উইনফ্রের বুক ক্লাবের জন্য মনোনীত হয়েছিল। 

এছাড়া আর্জেন্টাইন লেখক আগুস্টিনা বাজতেরিকার ‘দ্য আনওয়ার্দি’ উপন্যাসটিও কার্নেগি মেডেলের চূড়ান্ত তালিকার জন্য মনোনীত হয়েছে। এটি স্প্যানিশ ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন সারা মোসেস।    

এদিকে ননফিকশন বিভাগের চূড়ান্ত তালিকায় মনোনীত হয়েছে চীনা লেখক ইয়ুন লির স্মৃতিকথা ‘থিংস ইন নেচার মেরিলি গ্রো’। ইয়ুন লি তার দুই ছেলের আত্মহত্যার ওপর ভিত্তি করে বইটি লিখেছেন। এটি ন্যাশনাল বুক অ্যাওয়ার্ডের ফাইনাল তালিকায় ছিল।  

এছাড়া ব্রায়ান গোল্ডস্টোনের ‘দেয়ার ইজ নো প্লেস ফর আস’ এবং জেমস বাল্ডউইন ও উইলিয়াম স্টাইরনের যৌথ জীবনী নিয়ে লেখা কানাডার লেখক মেলিকা আবদেলমুমেনের ‘বাল্ডউইন, স্টাইরন অ্যান্ড মি' বইটিও কার্নেগি মেডেলের ননফিকশন বিভাগের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছে। বইটি ফরাসি ভাষা থেকে অনুবাদ করেছেন ক্যাথরিন খোরডোক।  

উল্লেখ্য, ২০২৬ সালের ২৭ জানুয়ারি পুরস্কার বিজয়ী লেখকদের নাম ঘোষণা করা হবে। তাদের প্রত্যেককে ৫ হাজার ডলার দেওয়া হবে। ২০১২ সালে নিউইয়র্কের কার্নেগি করপোরেশনের অনুদানে এ পুরস্কার চালু হয়।  

সূত্র: কিরকাস  

Comments

    Please login to post comment. Login