Posts

নিউজ

লেখকের সঙ্গে যখন দেখা হয় পাঠকের

February 14, 2025

নিউজ ফ্যাক্টরি

Featured Image
71
View

একজন লেখকের কাছে পাঠকের গুরুত্ব অপরিসীম। যত বেশি পাঠক তার বই পড়বেন, তত বেশি তিনি খুশি হবেন। বিখ্যাত লেখক পাওলো কোয়েলহোও এর ব্যতিক্রম নন।

কোয়েলহো তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন। এতে দেখা যাচ্ছে, তিনি একটি গাছের নীচে বসে আছেন। তার পাশে বেশ কয়েকটি বই। একটি বইতে গভীর মনোযোগের সঙ্গে তিনি অটোগ্রাফ দিচ্ছেন।   

৭৪ বছর বয়সি এই লেখক ছবির ক্যাপশনে লিখেছেন, ‘পাঠক লেখককে দেখেন, বাড়িতে যান এবং বই নিয়ে ফিরে আসেন।' কমেন্টে তিনি আবার লিখেছেন, ‘একজন লেখকের স্বপ্ন ভক্ত এবং উৎসাহী পাঠকদের সঙ্গে দেখা করা।' 

উল্লেখ্য, পাওলো কোয়েলহো ব্রাজিলিয়ান উপন্যাসিক এবং গীতিকার। তার উপন্যাস ‘দ্য আলকেমিস্ট’ বিশ্বব্যাপী ১৫০ মিলিয়নের বেশি বিক্রি হয়েছে। এর আগে আর কোন ব্রাজিলিয়ান লেখকের বই এত বেশি সংখ্যক বিক্রি হয়নি। বইটি ৮০টি ভাষায় অনূদিত হয়েছে। তার অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস হলো, দ্য জাহির, দ্য পিলগ্রিমেজ, অ্যাডালট্রি, আলেফ। 

Comments

    Please login to post comment. Login