যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুরু হয়েছে মাসব্যাপী চিত্রপ্রদর্শনী । জ্যামাইকা সেন্টার ফর আর্টস এন্ড লার্নিংয়ে ২৫শে জুন থেকে শুরু হওয়া প্রদর্শনীতে ১০ জন শিল্পীর শিল্পকর্ম স্থান পেয়েছে, যার মধ্যে ৭জনই বাংলাদেশী। উদ্ভোধনের শুরু থেকেই প্রদর্শনীটি শিপ্লপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রথমবারের মতো প্রদর্শনীর কিউরেটর হয়েছেন একজন বাংলাদেশি চিত্রশিল্পী।
প্রদর্শনী বিষয় ‘ফেনোমেনোলজিঃ ড্রিম ভার্সেস রিয়ালিটি’। মানুষের স্বপ্ন বনাম বাস্তবতা, প্রত্যাশা ও প্রাপ্তির লড়াই, প্রতিদিনের জীবনে তার যে উপলব্ধি তা শিল্পীরা ফুটিয়ে তুলেছেন তাদের চিত্রকর্মে। প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীদের অন্যতম দীপা দেবণাথ। বয়সে তরুণ ও সহজাত প্রতিভাধর এই শিল্পী বলেন, ‘নারীরা কখনও ফুলের মতো ফুটে ওঠে, কখনও অনাদরে পড়ে থাকে। আমি সবসময় চেষ্টা করি তাদের ফুলের মতো ফুটিয়ে তুলতে’।
প্রদর্শনীটি চলবে ২১শে জুলাই ২০২৫ পর্যন্ত।