Posts

নিউজ

নতুন লেখকদের জন্য সাহিত্য পুরস্কার চালু করলেন জেমস প্যাটারসন

December 2, 2025

নিউজ ফ্যাক্টরি

Featured Image
31
View

মার্কিন বেস্টসেলার লেখক জেমস প্যাটারসন অনলাইনে বই বিক্রির প্রতিষ্ঠান বুকশপ.অর্গ এর সঙ্গে অংশীদারিত্বে নতুন একটি সাহিত্য পুরস্কার চালু করেছেন। মার্কিন সাপ্তাহিক ম্যাগাজিন পিপল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।  

২৪ নভেম্বর বুকশপ.অর্গ এক বিবৃতিতে বলেছে, সাহিত্য পুরস্কারটির নাম রাখা হয়েছে জেমস প্যাটারসন অ্যান্ড বুকশপ.অর্গ প্রাইজ। ইংরেজি ভাষায় লেখা কোনো লেখকের প্রথম বইকে এই পুরস্কারটি দেওয়া হবে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশিত নবীন লেখকদের বইকে প্রথমবার চালু হওয়া এ পুরস্কারের জন্য মনোনীত করা হবে।     

বিবৃতিতে আরও বলা হয়েছে, বিজয়ী লেখক সম্পূর্ণরূপে বই বিক্রেতাদের দ্বারা নির্বাচিত হবেন। তিনি পাবেন ১৫ হাজার মার্কিন ডলার এবং রানার-আপ লেখক পাবেন ১০ হাজার মার্কিন ডলার।  

নতুন চালু হওয়া এই পুরস্কারের জন্য মনোনয়ন ২০২৬ সালের ৫ জানুয়ারী থেকে শুরু হবে। ৯ ফেব্রুয়ারি ১০টি বইয়ের দীর্ঘ তালিকা এবং ১৬ মার্চ ৫টি বইয়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশিত হবে। ৬ এপ্রিল, ইন্ডিপেনডেন্ট বুকস্টোর ডে'তে বিজয়ী লেখকের নাম ঘোষণা করা হবে। 

এদিকে প্যাটারসন এক বিবৃতিতে বলেছেন, আমি দীর্ঘদিন ধরে ইন্ডি বইয়ের দোকান এবং উদীয়মান লেখকদের সমর্থক। পাঠকদের হাতে বই পৌঁছে দেওয়া বই বিক্রেতাদের এবং অবশ্যই নতুন বইগুলোকে স্বীকৃতি দেওয়ার জন্য এই পুরস্কার চালু করা হচ্ছে। আমার মতে বই বিক্রেতারা সেরা বই নির্বাচনের জন্য প্রকৃত বিশেষজ্ঞ। তারা কোন বইগুলোকে মনোনীত করছে তা দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। 

উল্লেখ্য, জেমস প্যাটারসন ১৯৪৭ সালের ২২ মার্চ নিউইয়র্কে জন্মগ্রহণ করেন। তিনি অসংখ্য থ্রিলার, ননফিকশন এবং রোমান্স উপন্যাস লিখেছেন। তার বইগুলো ৪২৫ মিলিয়নের বেশি কপি বিক্রি হয়েছে। তিনিই প্রথম লেখক, যার ১০ লাখ ই-বুক বিক্রি হয়েছে। ২০১৬ সালে তিনি ফোর্বসের সর্বোচ্চ আয় করা লেখকদের তালিকার শীর্ষে ছিলেন। ৭৮ বছর বয়সী এই লেখক সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সহ লেখক হিসেবে ৩টি পলিটিকাল থ্রিলার লিখেছেন। বইগুলো হলো, ‘দ্য প্রেসিডেন্ট ইজ মিসিং’, ‘দ্য প্রেসিডেন্টস ডটার’ এবং 'দ্য ফার্স্ট জেন্টেলম্যান'।   

   

Comments

    Please login to post comment. Login