রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতন জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান করে নিয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) সৌদি আরবের রাজধানী রিয়াদে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটির ৪৫ তম অধিবেশনে এই ঘোষণা দেওয়া হয়েছে।
শান্তিনিকেতন হচ্ছে ভারতের ৪১তম এবং পশ্চিমবঙ্গের তৃতীয় ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট।
পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলায় অবস্থিত শান্তিনিকেতন নামের এই সাংস্কৃতিক স্থানটিকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করার জন্য ভারত সরকার দীর্ঘদিন ধরেই চেষ্টা করে যাচ্ছিল। অবশেষে তাদের সেই চেষ্টা সফলতার মুখ দেখল।
প্রসঙ্গত, রবি ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই অঞ্চলের নাম শান্তিনিকেতন রেখেছিলেন। তিনি সেখানে একটি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন।
রবীন্দ্রনাথ ঠাকুর ১৯০১ সালে শান্তিনিকেতনে একটি আবাসিক স্কুল প্রতিষ্ঠা করেন। এটি প্রাচীন ভারতীয় ঐতিহ্যের উপর ভিত্তি করে নির্মিত হয়েছিল। পরবর্তীতে ১৯২১ সালে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। নোবেলজয়ী এই লেখক শান্তিনিকেতনেই জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছিলেন।