কানাডিয়ান কবি কারেন সোলি ২০২৫ সালের টিএস এলিয়ট পোয়েট্রি প্রাইজ জিতেছেন। ১৯ জানুয়ারি লন্ডনে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ৫৯ বছর বয়সী এই কবিকে বিজয়ী ঘোষণা করে টিএস এলিয়ট ফাউন্ডেশন।
সোলি তার ষষ্ঠ কাব্যগ্রন্থ ‘ওয়েলওয়াটার’ এর জন্য মর্যাদাবান এ পুরস্কার পান। কানাডার গ্রামীণ পরিবেশের পটভূমিতে বেড়ে উঠা এ কবি তার এই বইয়ে প্রকৃতি ধ্বংসের কারণ অন্বেষণ করেছেন। বইটি গত বছরের এপ্রিলে প্রকাশিত হয়। এই বইয়ের জন্য তিনি গত বছরের অক্টোবরে ফরওয়ার্ড প্রাইজ জিতেছিলেন।
সোলির আগের পাঁচটি কাব্যগ্রন্থ হলো, ‘শর্ট হল ইঞ্জিন’, ‘মডার্ন অ্যান্ড নরমাল’, ‘পিজিয়ন’, ‘দ্য রোড ইন ইজ নট দ্য সেম রোড আউট’ এবং ‘দ্য ক্যাপলি কেভস’। তিনি ‘দ্য ক্যাপলি কেভস’ এর জন্য ২০১৯ সালে টিএস এলিয়ট প্রাইজের জন্য মনোনীত হয়েছিলেন।
উল্লেখ্য, টিএস এলিয়ট প্রাইজ যুক্তরাজ্যে কবিতার জন্য দেওয়া সবচেয়ে মূল্যবান পুরস্কার। প্রতি বছর যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডে প্রকাশিত সেরা কাব্যগ্রন্থকে এ পুরস্কার দেওয়া হয়। বিজয়ী কবি পান ২৫ হাজার পাউন্ড।
সূত্র: দ্য গার্ডিয়ান