- Status Active
- Member since May 18, 2024
- Post Count ২
- Purchase Count ০
- Sales Count ০
0 reputation points
LEVEL 0
0 points to LEVEL 1
সাংবাদিকতা, গল্পকার, প্রাবন্ধিক, কবি ও সংস্কৃতিকর্মী
শ্যমলাল গোসাঁই, জন্ম ১৯৯৭ সালে এপ্রিল মাসের এক শুক্রবার রাতে। সুনামগঞ্জের দিরাই উপজেলার হাওর বিধৌত ধীতপুর গ্রামে। যেখানে চারদিকে হাত বাড়ায় হাওরের অথৈ জলরাশি, সকালে পা স্পর্শ করে সর্পের মতো এঁকেবেঁকে চলে যায় কালনী নদী। দাদী আদর করে নাম রেখেছিলেন হেলাল আহমেদ। লেখালেখি ও গান বাজনা করেন শ্যামলাল গোসাঁই।
গোসাঁই’র কৈশোর কেটেছে মৌলভীবাজারের একটা গ্রামে। পিতার নিয়তির টানে এখানে এসে জড়িয়েছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনে। উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার সংসদের অনুষ্ঠান বিভাগের সম্পাদকের দায়িত্ব পেয়ে যান অল্প বয়সেই। সেখানে সুযোগ হয় দেশবরণ্য শিল্পী, সাহিত্যিকদের সঙ্গে পরিচয়ের। কবিতা লেখা স্কুলজীবনের একটি ভাজপত্র দিয়ে শুরু হলেও গানের যাত্রা শুরু হয় উদীচীতে এসে। বর্তমানে তিনি গান লিখেন, সুর করেন। তবে, তাঁর গানের বিষয়বস্তু জুড়ে থাকে মানুষ, ধর্ম, অসাম্য আর সুন্দর এক আনন্দের বাজারের আহ্বান। কিন্তু, বোহেমিয়ান সভাবের কারণে এখনো কিছু করা হয়ে ওঠেনি তাঁর। দুইটি কবিতার বইয়ের পাণ্ডুলিপি সাজিয়ে রাখলেও অর্থাভাবে সেগুলোও আলোর মুখ দেখেনি।