সিলেটে যতো লোকশিল্পী আছেন, তারা সকলেই এ অঞ্চলের সম্পদ। কিন্তু, শাহ আব্দুল করিম ছিলেন এদের মধ্যে নায়ক। যিনি একাধারে বাউল গান গেয়েছেন; কিন্তু প্রয়োজন বোধ থেকে কণ্ঠে, সুরে তুলে ধরেছেন এদেশের নিপীড়িত মানুষের মর্মকথা। শাহ আব্দুল করিমকে বহু উপাধির মোড়কে ঢাকা যাবে, তর্ক-বিতর্ক করা যাবে; কিন্তু সমাজ সংগ্রামী শাহ আব্দুল করিমকে আপনি শুধুই 'বাউল সম্রাট' তকমা দিয়ে গণ্ডিতে বেধে রাখা তার সাধনকর্মের প্রতি অবিচার করা হবে। তাঁর রাজনৈতিক কণ্ঠটি আমরা যতোদিন শুনবো না, পাঠ করবো না ততোদিন তিনি একজন গানের মানুষ হয়েই রইবেন, প্রাণের মানুষ না। অথচ, তিনি সমাজের প্রাণের দাবিই তুলেছেন সময়ে সময়ে তার গানগুলোতে।