লেখক প্রোফাইল

Shohag Rehman
  • স্ট্যাটাস অ্যাক্টিভ
  • মেম্বার হয়েছেন ২৩ মে ২০২৪
  • পোস্ট সংখ্যা
  • পোস্ট কিনেছেন
  • পোস্ট বিক্রি হয়েছে

Shohag Rehman

সোহাগ রেহমান— জন্ম ১৯৯৯ সালের ২২শে মার্চ নেত্রকোণায়। আমি কবিতা লিখি নিজেকে নিজের থেকে বাঁচানোর জন্য, বিবিধ সংঘাতে আশ্রিত হই কবিতার কাছে। কামনা করি বৃক্ষজন্ম— কাঠুরিয়ার নির্মম আঘাতেও বুক পেতে দেই হাসতে হাসতে।
নদীতে জোয়ার এলেই ভাবি এবার বোধহয় শিকারীর জাল ছিঁড়ে বেরিয়ে পড়বো বধির বৃক্ষের অস্পষ্ট আয়ু উড়িয়ে। মূলত— আমি শুন্য, শূন্যতা আমাকে আগলে রেখেছে পরম মমতায় প্রেমিকার মতো। জানা অজানার ব্যাকরণে আমি নিতান্তই আস্থাহীন। ফলতঃ একটা শালিখের উড়ে যাওয়ার দিকে তাকিয়েই পড়ে ফেলি সময়— সংসার, যাপিত জীবনের যাবতীয় চিৎকার।

প্রকাশিত কবিতাবই: বাতাসের সুরে আগুনের ঘ্রাণ ( ঘাসফুল প্রকাশনী, ২০২২)
                              : স্পিরিচ্যুয়াল ব্ল্যাকবোর্ডে চৈতন্য একটি পাখি ( বারোমাসি প্রকাশনী, ২০২৪)

নির্বাচিত পোস্টস