কোথায়, কোন দূরে জলপাহাড়ে ফিলোসফিক্যাল ভ্রমণে রত হও তুমি?
ঝর্ণা কি দার্শনিক হয়ে উঠে বিকেলের মতো!
তাড়নার উঠোনে— পাখি তার বাগানের দিকে... ডাকার অভিপ্রায়ে সহাস্য করুণ কোলাহলে মেলে ধরে পাখনার বিলাসী সংশয়।
মাংসের ঘ্রাণ নিলামে তুলে নিয়েছি স্বাদ তার;
বিনিময় মূল্য করিনি পরিশোধ।
তবে কথা দিয়েছি,
তাকে দেবো অগণন প্রহরের বিচ্ছিন্নতা— জলরাশির বিপণন ক্রিয়া।
আঁচলের আঁধার ধরে পথে নেমে নাচমুদ্রার প্রাঞ্জল ভাষায় পরস্পরে সাজাবো কল্পতরু'র বন।
কোথায় তুমি?
কোন দূরের জলপাহাড়ে... ঠিকানা দাও; তোমার হাসির শব্দ আঁকছে বৃষ্টি!
তোমাকে ডাকছে হাওয়ামেঘের সিম্ফনি— কল্পতরু'র বনে।