লেখক প্রোফাইল

সাইফুল আলম
  • স্ট্যাটাস অ্যাক্টিভ
  • মেম্বার হয়েছেন ১১ জুন ২০২৪
  • পোস্ট সংখ্যা
  • পোস্ট কিনেছেন
  • পোস্ট বিক্রি হয়েছে

সাইফুল আলম

লেখক

মোঃসাইফুল আলম।
জন্ম ঢাকায়,
১লা মার্চ ১৯৬৫ইং
বাবা-আব্দুল কবির
মা-হাসিনা বেগম

তার প্রথম উপন্যাস “ভরা জোছনায় তুমি”(২০০১) রম্য নাটক “তনু মামার ভটভটি”(২০০১) উপন্যাস “পরীমহল”(২০০২) ভৌতিক গল্পগ্রন্থ “ভুতের মিছিল”(২০০২)
তার লেখা টিভি নাটক “অদৃশ্য কাঁটা” ২০০২ সালে বিটিভি থেকে প্রচারিত হয়!

এছাড়াও তার তিনটি উপন্যাস “বড় বাবুর বাংলো” “পাঁচ জন যাত্রী” মুক্তিযুদ্ধের উপর লেখা “উত্তর যাত্রা” প্রকাশের অপেক্ষায় আছে।
এ যাবৎ সাইফুল আলম লিখেছেন  দুই শতাধিক ছোট গল্প।

কথা সাহিত্যিক সাইফুল আলম ১৯৯১ সাল থেকেই “ঢাকা থিয়েটার মঞ্চের”একজন নিয়মিত অভিনেতা।
তিনি এক সময় বাংলাদেশ টেলিভিশন থেকে প্রচারিত ইরানী ছায়াছবিতে বাংলা কণ্ঠ দিতেন!

২০০৮ সাল থেকে তিনি বাংলা একাডেমীর জীবন সদস্য।
“পরীমহল”উপন্যাসের জন্য তিনি ২০০২ সালে অরবিট সাহিত্য পুরস্কার লাভ করেন!


নির্বাচিত পোস্টস