- স্ট্যাটাস অ্যাক্টিভ
- মেম্বার হয়েছেন ২০ এপ্রিল ২০২৪
- পোস্ট সংখ্যা ৪
- পোস্ট কিনেছেন ০
- পোস্ট বিক্রি হয়েছে ২
পেশায় ডাক্তার তথা গবেষক হলেও, মো. ফুয়াদ আল ফিদাহ নেশা হিসেবে বেছে নিয়েছেন লেখালেখি। পুরাণ, মেডিক্যাল নন-ফিকশন, থ্রিলার, হরর...প্রতিটি জনরাতেই লিখেছেন একাধিক মৌলিক বই। আবার অনুবাদে তো বর্তমানে বাংলাদেশের সবচাইতে সুপরিচিত লেখকদের একজন তিনি। অনুমোদিত অনুবাদের ধারাকে জনপ্রিয় করতে তার যে অবদান তা অনস্বীকার্য। এছাড়াও লিখেছেন একাধিক অ্যাকাডেমিক বই, আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে অনেকগুলো গবেষণা প্রবন্ধ।
এমবিবিএস, এমপিএইচ, এমফিল শেষ করার পর বর্তমানে পিএইচডির প্রস্তুতি নিচ্ছেন। তার লেখা বইগুলোর মাঝে চন্দ্রাহত, নীল নক্সা, শূন্য-কল্প, জাপানের পুরাণ: কামি পর্ব পাঠকপ্রিয়তা পেয়েছে। আগাথা ক্রিস্টি, নিল গেইম্যান, জেমস রলিন্সের একাধিক বইয়ের অনুমোদিত অনুবাদও এসেছে তার হাত ধরে।