- Status Active
- Member since February 13, 2025
- Post Count ১
- Purchase Count ০
- Sales Count ০
40 reputation points
LEVEL 1
60 points to LEVEL 2
Achievements earned
First Steps
First Post
The Wordsmith 1%
এম এম উজ্জ্বল কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় আশুতিয়া গ্রামে ১৯৯৪ সালের ডিসেম্বর মাসে জন্ম গ্রহণ করেন। পিতা মোঃ হযরত আলী, মাতা সুফিয়া খাতুন। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বিবিএ এবং এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। কাজ করেছেন ফ্রিলান্স রাইটার হিসেবে। গল্প, প্রবন্ধ, কলাম লিখছেন দৈনিক প্রথম আলো, যুগান্তর, ইত্তেফাক, জনকণ্ঠ, প্রতিদিনের সংবাদসহ অন্যান্য জাতীয় দৈনিকে। পত্রিকায় লেখালেখির মাধ্যমে পরিচিতি পেয়েছেন। সাহিত্যের মাধ্যমে তুলে আনতে চান সমাজের নিম্নস্তরের মানুষের জীবন গাঁথা। গ্রামীণ পরিবেশে বেড়ে উঠা লেখকের লেখার উপজীব্য মুক্তিযুদ্ধ, সামাজিক মূল্যবোধ, মত প্রকাশের স্বাধীনতা, শ্রেণি বৈষম্য, সাম্য, ন্যায় বিচার, মানুষের দুঃখ, আনন্দ, বেদনা, বঞ্চনা, দারিদ্র ইত্যাদি। স্বপ্ন দেখেন পৃথিবীটা মানুষের হবে। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাবে না দেশীয় ঐতিয্য, সংস্কৃতি, পারিবারিক বন্ধন। জ্ঞানকোষ প্রকাশনী হতে প্রকাশিত পাঠক প্রিয় উপন্যাস 'অনন্ত সংগ্রাম'। বর্তমানে একটি সরকারী সংস্থায় (সরকারী বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান) কর্মরত আছেন।