রমজানের সোনালী রাতে,
আলো ঝরে চাঁদের হাতে।
ভোরের পাখি ডাকছে যেন,
জাগো সবাই, সময় হবে না!
ডেকে দাও সেহেরিতে,
সওয়াব পাবো তাহার ভিতে।
রহমতের এই মাসটি যেন,
ভরে তোলে মন উদিত দিনে।
ঘুমের ঘোরে সময় গলে,
রোজার নিয়ত ভুলে না চলে।
স্নিগ্ধ বাতাস দিচ্ছে ডাক,
সেহেরির তরে জাগো হে সাক!
মায়ের কণ্ঠ, আজান ধ্বনি,
সেহেরির আহ্বান করুক রণি।
ইবাদতে কাটুক এই রাত,
মাগফিরাতের হোক বরাত।
ডেকে দাও, জাগাও প্রাণ,
সেহেরির তরে করো আহ্বান।
রমজানের এই বরকতে,
থাকুক শান্তি সকল রথে।