২৮ বছর বয়সি এক সাধারণ যুবক। নাম তাঁর জামি। নিতান্ত একঘেয়ে এক বেসরকারি চাকরি এবং শরীরে বিভিন্ন রোগ-শোক বহন করে চলা এই ব্যক্তি কোন উপন্যাসের পার্শ্বচরিত্রের বেশি কিছু কি হতে পারে?
জামির জীবন পাল্টে যায় ঘটনাচক্রে এক নারকীয় ঘটনার চাক্ষুষ সাক্ষী হয়ে যাওয়ার পর। তাঁর বোরিং জীবনে হাজির হতে থাকে ড্যাশিং সব চরিত্র। পলায়নপর মনোবৃত্তির এ যুবকের সাথে দেখা হয় দিব্যর মতো রাফ এন্ড টাফ এক ইন্ট্যারেস্টিং ক্যারেক্টারের সাথে। রীতিমতো বাধ্য হয় জামি সংঘে যোগদান করতে।
সংঘ। অদ্ভুত এই কাল্টে আছে ষড়যন্ত্র-তাত্ত্বিক, আছে ট্যাক বিশেষজ্ঞ, আছে মোহনীয় এক গথ সুন্দরী, আরো আছেন বর্তমান সরকারের সবচেয়ে বড় সমালোচক একজন ভাইরাল বুদ্ধিজীবী। স্বৈরাচারি প্রধানমন্ত্রি গাজি সোবহানুল হকের গুপ্তচরেরা পিছে লেগেছেন এদের সবার। বর্তমান বিশ্বে নিজের প্রাইভেসি যেখানে অন্তর্জালের কারণে রক্ষা করা প্রায় অসম্ভব হয়ে গেছে, সোবহানুলের ক্ষ্যাপা বিজ্ঞানীদের কল্যানে সেখানে এসব চরিত্র গ্যাংস্টকিং এর শিকার হয়ে পরেছেন।
সরকারের সর্বদিক থেকে আসা সাড়াশি সার্ভেইলেন্সের অক্টোপাশসদৃশ হাত থেকে রক্ষা পেতে সংঘের সামনে বিপ্লব করা ছাড়া আর কোন উপায় নেই। তবে এ বিপ্লব সফল করতে এতগুলি পার্শ্বচরিত্রের মুখোমুখি হতে হবে উপন্যাসের প্রধান চরিত্রের সাথে। তিনিই সর্বেসর্বা।
নাবিল মুহতাসিমের থ্রিলার আমার বরাবরের মতোই খুব পছন্দের। এক ধরণের অ্যাসেন্ডিং টোনকে সাথে নিয়ে, গতিশীল গল্পকথনে পাঠককে যেভাবে লেখক তাঁর উপন্যাসে গ্রিপ করে রাখতে পারেন তা প্রশংসার দাবী রাখে।
এ পর্যন্ত লেখকের সব থ্রিলারেই ঘটনা দেশ থেকে গড়িয়ে বিদেশের ক্যানভাসে বিকশিত হয়েছে বেশি। এই প্রথম নাবিলের কোন উপন্যাস ( যা এখন পর্যন্ত তাঁর লিখা কলেবরে বৃহত্তম ) পুরোটাই ঢাকার পটভূমিতে এগিয়েছে। নভেলজুড়ে নাবিল যেভাবে থ্রিল জমাট করেছেন, প্রতিটি চরিত্রকে যেরূপ রহস্যময় করে গড়ে তুলে একদম শেষের দিকে পাঠককে পৌছে যেতে একরকম বাধ্য করেছেন তা ভালো লেগেছে। জামির উত্তম পুরুষ ন্যারেটিভে লেখক যে পরিমাণ বিভ্রান্তির উপাদান উপন্যাসজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে দিয়েছেন তাতে পাঠকের ইচ্ছে করবে অতি দ্রুত দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দেয়ার এলিমেন্টগুলির একটা ক্লিয়ার-কাট শেষ দেখতে।
অবশ্য প্রচুর থ্রিলার পড়া পাঠকদের উদ্দেশ্যে কিছু হিন্টস লেখকের দিক থেকে দেয়া হয়েছে 'সর্বেসর্বা'য়। তবে শুধুমাত্র প্রতিভাবান লেখক নাবিল মুহতাসিমের স্টোরিটেলিং উপভোগ করার জন্যও উপন্যাসটি পড়া যায়। আগ্রহের সাথে অপেক্ষা করা যায় কিছু পার্শ্বচরিত্রের সাথে সর্বেসর্বার শেষ যুদ্ধের দামামা ধ্বনি শুনার।

বই রিভিউ
নাম : সর্বেসর্বা
লেখক : নাবিল মুহতাসিম
প্রথম প্রকাশ : অমর একুশে বইমেলা ২০২৫
প্রকাশক : চিরকুট প্রকাশনী
প্রচ্ছদ : আরাফাত করিম
জনরা : থ্রিলার
রিভিউয়ার : ওয়াসিম হাসান মাহমুদ।