কবিতা সেই একই
ইতিহাসের পাতা ধরে যতদূর এগোই
পাতায় পাতায় লুকিয়ে থাকা
আমার-ই যত অস্তিত্বের সাথে দেখা হয়
খসরু-মজনু, হাফিজ ক্বায়েস হয়ে
যত প্রেমিকের চোখে চোখ পড়ে আমার
তাদের সকল চাহনিতে যে শব্দ গাঁথা ঝরে
একই সুরে বাজে তার ছন্দমালার ধ্বনি।
কবিতা তো সেই একই,
সে একই বেদনা, একই অস্থিরতা
একই পেরেশানির নানান শব্দের ঝাঁপি
সে এক বোবা অশ্রু, হৃদয়ের বেহাদ শূন্যতা
নীরব জবানে জপে তবু সে একই পঙক্তিমালা_
“বুকের ভেতর একটা বিশৃঙ্খল কোলাহল
ভাবনার শোরগোলে বহে কালবৈশাখী ঝড়।”