হঠাৎ, সমাধির উপর থেকে একটা ঠাণ্ডা বাতাস বইল। মোমবাতির শিখাগুলো নিভে গেল, এবং চারপাশে অন্ধকার ঘিরে ধরল।
রাফির বাবা বললেন, "রাফি, সাবধান!"
ঠিক তখনই, সমাধির ভিতর থেকে একটা কালো ছায়া বের হলো। ছায়াটা ধীরে ধীরে রাফির দিকে এগিয়ে আসতে লাগল।
This is a premium post.