০২৬৯: লোকগীতি: বিধির খেলা
গীতিকার: তারিক হোসেন
সুরকার: রবিউল দেওয়ান
বিধি তোমার রঙ্গ লিলা, বোঝা বড় দায়;২
কেহ তোমায় বুঝতে চায় না,২ করে হায় হায়।২
একই হাতে গড়েছ তুমি, করনি তবু সমান;
কারো দিয়েছো টাকা-পয়সা, কারো দিয়েছো মান।২
কারো আবার দাও নি এসব,২ করে হায় হায়।ঐ
কেউ দেখায় রূপের গরম, কেউ কান্দে চুপে;
সকল কিছু ছেড়ে কেউ, তোমার নাম জপে।২
কিসের মাঝে শান্তি আছে,২ বোঝা বড় দায়।ঐ
কেউ কেউ সুখের জন্য, সকলি ছেড়ে যায়;
আবার কেউ সুখের জন্য, সব কিছু চায়।২
সুখ চায় সুখ বুঝে না,২ করে হায় হায়।ঐ
এসব কিছু তোমার খেলা, খেলেছো তুমি ভবে;
সকল কিছু ছেড়ে সবাই, তোমার কাছেই যাবে।২
সেদিন সবাই বুঝবে এসব,২ করবে হায় হায়।ঐ
Noakhali, March 06, 2025