Posts

কবিতা

০২৭০ লোকগীতি: চাঁদ

March 20, 2025

তারিক হোসেন

20
View

০২৭০ লোকগীতি: চাঁদ

গীতিকার: তারিক হোসেন
সুরকার: রবিউল দেওয়ান

আমার সামনে ও চাঁদ, আকাশে ও চাঁদ;২
কোনটা রেখে কোনটা দেখি।
ভালোবেসে তারে আমি, চাঁদ বলে ডাকি।২

এক চাঁদেতে আকাশ জুড়ে, জোছনা ছড়ায় দেয়; 
অন্য চাঁদে আমার মনে, প্রেমের ফুল ফোটায়।২
মন শুধু চায় যে আমার,২ চাঁদের সাথে থাকি।
ভালোবেসে তারে আমি, চাঁদ বলে ডাকি।ঐ

আকাশের চাঁদ আমায় দেখে, মিটি মিটি হাসে; 
সামনের চাঁদ জীবন দিয়ে, আমায় ভালোবাসে।২
চাঁদের আলোয় চাঁদ ছুঁয়ে যাই,২ চাঁদের সাথে থাকি।
ভালোবেসে তারে আমি, চাঁদ বলে ডাকি।ঐ

এক চাঁদেতে রাতের বেলা, আকাশ পানে ওঠে;
অন্য চাঁদে সারাক্ষণ, আমার মনে হাটে।২
মনরে বলি চাঁদই সব,২ চাঁদের সাথে থাকি।
ভালোবেসে তারে আমি চাঁদ বলে ডাকি।ঐ

Comilla University, March 03, 2025

Comments

    Please login to post comment. Login