০২৭০ লোকগীতি: চাঁদ
গীতিকার: তারিক হোসেন
সুরকার: রবিউল দেওয়ান
আমার সামনে ও চাঁদ, আকাশে ও চাঁদ;২
কোনটা রেখে কোনটা দেখি।
ভালোবেসে তারে আমি, চাঁদ বলে ডাকি।২
এক চাঁদেতে আকাশ জুড়ে, জোছনা ছড়ায় দেয়;
অন্য চাঁদে আমার মনে, প্রেমের ফুল ফোটায়।২
মন শুধু চায় যে আমার,২ চাঁদের সাথে থাকি।
ভালোবেসে তারে আমি, চাঁদ বলে ডাকি।ঐ
আকাশের চাঁদ আমায় দেখে, মিটি মিটি হাসে;
সামনের চাঁদ জীবন দিয়ে, আমায় ভালোবাসে।২
চাঁদের আলোয় চাঁদ ছুঁয়ে যাই,২ চাঁদের সাথে থাকি।
ভালোবেসে তারে আমি, চাঁদ বলে ডাকি।ঐ
এক চাঁদেতে রাতের বেলা, আকাশ পানে ওঠে;
অন্য চাঁদে সারাক্ষণ, আমার মনে হাটে।২
মনরে বলি চাঁদই সব,২ চাঁদের সাথে থাকি।
ভালোবেসে তারে আমি চাঁদ বলে ডাকি।ঐ
Comilla University, March 03, 2025