০২৭৬ লোকগীতি: বিচার চাই
এই দুনিয়ার মালিক তুমি, তোমার কাছে বিচার চাই;
যারা আমায় কষ্ট দিল, তাদের কোন ক্ষমা নাই।২
সুখের জন্য ঘর বাঁধিয়া, একটু সুখ পাইলাম না;
কোথায় আমার ভুল ত্রুটি, একটু আমি বুঝলাম না।২
যাদের জন্য আগুন জ্বলে, তাদের কাছে আর না যাই।ঐ
আমার মতো আমি চলি, কারো ক্ষতি করি না;
সবাই শুধু স্বার্থ চায়, আমায় কেন বুঝে না।২
তাদের স্বার্থ হানি হলে, আমি তো আর ভালো নই।ঐ
Noakhali, March 13, 2025.