দুনিয়ার বুকে, মাটির নিচে শিকড় গেড়ে আছে যে নাম— ফি | লি | স্তি | ন, আমার নির্যাতিত মা-বোন ও শিশুদের কান্নার গ্রাম। আকাশে ধোঁয়া, বুলেট, বোমার চিহ্ন ফি | লি | স্তি |নে |র জমিন। শিশুর চোখের সামনে যুদ্ধের দামামা হাজির। জন্মেই যেন হয়ে ওঠে ওমর, হামজা আলির তরবারি অপরাজেয় যুদ্ধের বীর।
বাতাসে ভেসে আসে কাঁপতে থাকা কণ্ঠের আজান।আসে, ধ্বংসস্তুপ থেকে শিশুদের কান্নার আওয়াজ, আহা, আমার প্রথম কেবলার জন্য হৃদয়ে জমে আছে রক্তের ঋণ। খোদা— থামাও যুদ্ধের দামামা, শান্ত করো ফি | লি | স্তি |নে |র জমিন।
কত শহীদের নাজরানা দিলে শান্ত হবে ফিলিস্তিন, ধ্বংস হবে ই | স |রা |ই |লি জালিমের মসনদ, আকসার জমিন হবে স্বাধীন! আর কত হাহাকার, কান্না ফুরালে বিজয়ে হাসবে ফি | লি | স্তি | ন। খোদা— আরশ থেকে দাও আবাবিল, দুনিয়ার মানুষরে বানাও ফি | লি | স্তি |নে |র দিল।
আহা, ঝরে যায় আকসার গুলবাগে জান্নাতি ফুলের কলি। খোদা— ওই ম্লান হওয়া মুখের দিকে চেয়ে ফি | লি | স্তি |নে |র ফয়সালা দাও, তোমারেই মোনাজাতে বলি। অসহায়, মজলুম মানুষেরা আর কতো জীবন দিবে, করবে জীবন লীন, বলো— কতকাল খোদা, আর কতদূরে দেখা মিলবে বিজয়ের ফি | লি | স্তি | ন।