Posts

কবিতা

০২৮১ আধুনিক গান: যত্ন করে দিয়েছ তুমি জ্বালা

March 22, 2025

তারিক হোসেন

17
View

০২৮১ আধুনিক গান: যত্ন করে দিয়েছ তুমি জ্বালা

কত সুন্দর যত্ন করে, দিয়েছ তুমি জ্বালা;
এজন্যই কি দিয়েছিলে, আমার গলায় মালা।২

কত সুন্দর ফুলে ফুলে, সাজিয়ে দিলে মোরে;
আপন হাতে আপন করে, পর করলে পরে।২
এখন আমি নয়ন জলে, ভাসি সারাবেলা।ঐ

জনম জনম কাছে রাখবে, দিয়েছিলে কথা; 
কথা তোমার কোথায় গেল, প্রাণ ভরা ব্যথা।২
ব্যথায় ব্যথায় বুক ফেটে যায়, কাঁদি সারাবেলা।ঐ

সবার চেয়ে প্রিয়, তোমার আমি ছিলাম;
কেমন করে এখন আমি, পর হয়ে গেলাম।২
সুখের দিনের স্মৃতি নিয়ে, জ্বলছি সারাবেলা।ঐ

Noakhali; March 22, 2025.

Comments

    Please login to post comment. Login