Posts

কবিতা

চিরন্তন প্রলয়

March 23, 2025

মোঃ আব্দুল আউয়াল

Original Author অধ্যক্ষ এমএ আউয়াল

234
View

রাত্রির গাঢ় তমসায় একবার ঝলসে ওঠে আগুনের ডানা,
তারপর নিভে যায় ধূলির নিচে—
কে যেন দূরে দাঁড়িয়ে চেয়ে থাকে,
তার চোখে জমে থাকে মৃত জ্যোৎস্নার স্তব্ধতা।

বাতাসে ছড়িয়ে যায় পুরোনো শিকড়ের পোড়া গন্ধ,
কোন নদীর বুকে লুটিয়ে পড়ে ছায়া,
তারও গভীরে শুয়ে থাকে নির্বাসিত শালিক,
তাদের ডানায় পোড়া সুর্যাস্তের ছাপ, এক দহন-স্মৃতি বয়ে চলে বাতাসে।

পৃথিবী এক মৃত বটগাছের মতো,
যার শেকড়ের তলে ঘুমিয়ে আছে
অসংখ্য পুরাণ, ভস্ম হয়ে যাওয়া ইতিহাস,
আর কিছু শব্দ—
যারা একদিন দাউ দাউ আগুন ছিল!

তবু এই নীলাভ বাতাসে
কে যেন লিখে রাখে নিঃশব্দ সংলাপ।
আকাশের কপালে ফুটে ওঠে দগ্ধ আলোর রেখা,
আর আমি?—
অবাক হয়ে অনুভব করি ক্ষীণ আগুনের স্পর্শ, 
যা বাতাসে ছড়িয়ে পড়ে 
       যেন এক চিরন্তন প্রলয়।

২৩/০৩/২৫ ইং।
#কবিতা 
#poem 
#everyone 
#hilights 
#আধুনিক 
#বাংলা_ 
#skills

Comments

    Please login to post comment. Login