Posts

কবিতা

০২৮৪ লোকগীতি: ময়না হারানোর দুঃখ

March 24, 2025

তারিক হোসেন

20
View

০২৮৪ লোকগীতি: ময়না হারানোর দুঃখ

শত সাধনার ময়না পাখি, ছাড়িলাম আমি সখে;
এখন আমি কান্দি শুধু, ময়না হারানোর দুঃখে।২

মধুর মধুর গান শুনাত, বলত মিষ্টি কথা;
কান্না করত করুন সুরে, পেলে একটু ব্যাথা।২
সারাক্ষণ ভাবিতাম আমি, কেমনে রাখি সুখে।ঐ

সারা জীবন পুসিলাম ময়না, বুকের পাঁজরে;
হটাৎ ময়না চলে গেল, অজানা কোন ঝড়ে।২
এমন করে ভাংলো অন্তর, ময়না পাখির শোকে।ঐ

একদিন না বললে কথা, দিতে আমায় আড়ি;
ময়নার সাথে কথা না বলে, থাকতে কেমনে পারি।২
এখন আমার ময়না পাখি, কেমন করে থাকে।ঐ

Noakhali; March 24, 2025.

Comments

    Please login to post comment. Login