সহজই কঠিন। আর কঠিন হল, সহজের জগতে টিকে থাকা। যেমন, ভিড়ের মধ্যে একা অনুভব করা সহজ তবে একা ঘরে একাকিত্ব অনুভব করা কঠিন। বলা সহজ, করা কঠিন। সারা রাত জাগা সহজ আর ক্লান্ত হয়ে ঘুমানো কঠিন।
যেমন, অনেকবার জীবন ছোট মনে হওয়া সহজ তবে এক সন্ধ্যা অতিবাহিত করা কঠিন। ওস্তাদ সরল আর ছাত্র কঠিন। দুঃখ থাকা সহজ আর না থাকা কঠিন।
যেমন, অন্যকে ক্ষমা করা সহজ তবে নিজের সাথে বাঁচা কঠিন। প্রেমে ডুবে মরা সহজ আর তাতে ভেসে যাওয়া কঠিন। এসব লেখা সহজ তবে এগুলো অনুভব করা কঠিন। অতন্ত কঠিন।
(২৩.০৩.২৫)