Posts

কবিতা

দেখে যাও বুবু

March 25, 2025

নাসির ফরহাদ

192
View

"দেখে যাও বুবু"

দেখে যাও বুবু খাইনি আজো কাঁঠালের বার্গার।

পেয়াজ দিয়েই তরকারি খাই নাইতো হাহাকার।

ডিম এখনো রাখা লাগেনি ফ্রিজে সিদ্ধ করে।

খেজুর ই খাই বড়ই খাইনি এখনো ইফতারে।

বুবু তুমি বাপের দেশটা দেখে যাও একবার।

বাংলায় এখন নাইতো জঙ্গী নাইতো রাজাকার।

চটকরে ঢুকে দেখে যাও বুবু তোমার রেসিপি নিয়ে।

বেগুনি কেউ বানায়নি আজো মিষ্টি কুমড়া দিয়ে।

কথায় কথায় বেচে না কেউ এখন আর চেতনা।

খেয়ে পড়ে আজো বেঁচে আছে, খেতে যারা পারতোনা।

কেমন আছ বুবু তোমার দিন কাটে কেমনে?

বালির ট্রাক আর দেয়না কেহ বিরোধী মত দমনে।

হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান আছে সবার ই মান।

তুমি ছাড়া বাংলা আজো হয়ে যায়নি আফগান।

বুবু! বাঙ্গালী আজ কাঁচা মরিচ খায়, অবাক হবে জেনে।

তোমার গড়া আয়না ঘরে নাই কেউ আর গুমে।

একবার এসে দেখে যাও বুবু তোমার বাবার দেশ।

অন্ধকারে তলিয়ে যায়নি, আছে বিদ্যুত গ্যাস।

দিনে রাতে কতো চেতনা শিখালে, স্যাটেলাইটে চেপে।

লুটিলে ব্যাংক মারিলে মানুষ ঘরেতে রাস্তা ঘাটে।

দেখে যাও বুবু বাংলার পথ আর রক্তে হয় না লাল।

বাংলা থেকে বিতাড়িত আজ স্বৈরাচার দালাল।

ফেলানীর লাশ ঝুলেনা আর দাদাদের কাঁটা তারে।

তনু মরে না সেনানিবাসে, সাগর রুনির লাশ বেড রুমে থাকেনা পড়ে।

বাড়ির সামনে গুম হয়না সালাউদ্দিন ইলিয়াস।

মেডিক্যাল আর বি সি এস এর প্রশ্ন হয়না ফাঁস।

ম্যারিন ড্রাইভে পড়ে না আর মেজর সিনহার লাশ।

পিলখানা, শাপলা, সেভেন মার্ডারের রহস্য হলো ফাঁস।

গুজব লীগ আজো গুজব ছড়ায় চট করে গেছ ঢুকে।

বাংলার আকাশ বাতাস না কি কাঁদছে তোমার শোকে।

পল্টন হয়না রনক্ষেত্র লগি আর বৈঠাতে।

দিনের ভোট আর দেয়না বুবু পুলিশ এখন রাতে।

রাস্তা ঘাটে দেখেনা পুলিশ জনতার মোবাইল ঘেটে।

গুলি খেয়ে আর মরে না শিশু এখন মায়ের পেটে।

দেখে যাও এসে দেখে যাও বুবু কথা বলছি আমি।

কথা বললে আর পিটায়না বুবু হ্যালমেট বাহিনী।

Comments