Posts

চিন্তা

ঈদ যাত্রা হোক নিরাপদ, ঝুকিমুক্ত ও আনন্দময়

March 27, 2025

সাজিদ রহমান

111
View

ঈদ যাত্রা শুরু হয়েছে। 

মহাসড়কের অবস্থা অতীতের যেকোন সময়ের চেয়ে ভালো। এখনও বৃষ্টির উৎপাত শুরু হয়নি। আছে ঈদের আগে ও পরে লম্বা ছুটি। আশা করা যায়, সব মিলিয়ে ঈদ যাত্রা আনন্দদায়ক ও স্বস্তির হবে। 

তারপরেও কি সড়ক পুরাপুরি নিরাপদ থাকবে? দুর্ঘটনা, হতাহতের সংখ্যা কি নেমে আসবে শূন্যের কাছাকাছি? যদিও আমরা সেটাই কামনা করি কিন্তু সংগত কারণে সেটা হবে না।

কারণ শুধু ভালো সড়কের উপর সেটা নির্ভর করে না। যদি...

* এই ঈদেও দেখা যায় একজন ড্রাইভার বিশ্রাম ছাড়াই দিনের পর দিন (চোখে ঘুম নিয়ে) গাড়ি চালাচ্ছে। 
* পারিশ্রমিকে বনিবনা না হওয়ায় অদক্ষ ড্রাইভার, হেলপারের কাছে গাড়ির চাবি দিয়ে দিচ্ছেন মালিক পক্ষ 
* ফিটনেস বিহীন গাড়ি নতুন রং করে সড়কে নামিয়ে দিয়েছে
* মহাসড়কে ৮০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালাচ্ছে
* মাদক বা নেশাগ্রস্ত কিংবা অসুস্থ অবস্থায় গাড়ির স্টিয়ারিং ধরেছে 
* পাল্লা দিয়ে অন্য গাড়িকে পিছনে ফেলতে চাঁচ্ছে, যেখানে ওভারটেকিং করা যাবে না সেখানে সেটা করছে 

তাহলে কি ঈদ যাত্রা নিরাপদ থাকবে? উত্তর আমাদের সকলের জানা। 

যদি উপরের কোনকিছুরই ঘাটতি না থাকে, কিন্তু...

* মহাসড়কে চলমান গাড়ির সামনে হঠাৎ করে কিছু চলে আসে
* ড্রাইভিং না জেনে নতুন অটো বা থ্রি হুইলার নিয়ে মহাসড়কে চলে আসে 
* সাইড রোড থেকে হুট করে কোন কিছু মহাসড়কে চলমান গাড়ির সামনে এসে পড়ে 
* মহাসড়কের দুইপাশের বাজারের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার সময় শাকিব খানের বরবাদ কিংবা যেকোন আলাপে ব্যস্ত থাকেন, মহাসড়ককে নিজের বাড়ির আঙ্গিনা ভাবেন 
*মোটর সাইকেলের পিছনে বন্ধু বা বান্ধবীকে বসিয়ে হঠাৎ করে নিজেকে হৃতিক রোশান ভাবতে থাকেন 
* ছোট পিক আপে সাউন্ড সিস্টেম সেট করে সর্বোচ্চ ভলিউম ও সর্বোচ্চ গতির সাথে ১৫ জন যদি নাচা গানা শুরু করেন 

তাহলেও কি মানুষ নিরাপদে ঘরে ফিরতে পারবেন? এই উত্তরও আমাদের জানা।

তাহলে আমার আপনার করনীয় কী? যদি আপনি যাত্রী হন...

* ড্রাইভারকে খেয়াল করুন/জিজ্ঞেস করুন; নেশাগ্রস্ত কিংবা চোখে ঘুম ঘুম ভাব আছে কিনা
* গাড়ির ফিটনেস দেখতে চাইতে পারেন 
* ওভার স্পিড উঠালে সতর্ক করুন 
*নিজে ড্রাইভারকে বেশি জোরে যেতে বাধ্য করা থেকে বিরত থাকুন 

আপনি পথচারী কিংবা লোকালয়ে বসবাসকারী হলে...

*অন্যকে সচেতন করুন 
*নিজে যত্রতত্র সড়কে না এসে এক সাইড দিয়ে চলুন
*মোটরসাইকেল সাবধানে চালান
*নিজের অপ্রাপ্ত বয়স্ক সন্তান/ভাই/ভাতিজা/ভাগিনা/প্রতিবেশি যাতে মোটরসাইকেল হাতে না পায় সে বিষয়ে সতর্ক করুন 

সর্বোপরি...এই ঈদের সময়ে থ্রি হুইলার বা অটো যাতে মহাসড়কে না আসে ব্যাপক হারে সচেতনতা তৈরি করুন। 

মনে রাখবেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। একটি দুর্ঘটনা মানে সারা জীবনের কান্না। দুর্ঘটনায় নিহত হলে একটি পরিবার সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায়। আহত হয়ে পড়ে থাকলেও দুর্গতির শেষ হয় না। 

একটি নিরাপদ সড়ক, একটি নিরাপদ যাত্রা, নিরাপদ ঘরে ফেরার জন্য সবাইকে সচেষ্ট হতে হবে। আসুন আমরা যে যার অবস্থান থেকে দায়িত্বটুকু পালন করি। 

এবারের ঈদ যাত্রা হোক ঝুকিমুক্ত, নিরাপদ ও আনন্দময়। ঘরে ঘরে আনন্দের ঢেউ খেলে যাক। 

সকলকে আগাম ঈদ মোবারক।

Comments

    Please login to post comment. Login