- Status Active
- Member since May 18, 2024
- Post Count ১২৯
- Purchase Count ০
- Sales Count ১
850 reputation points
LEVEL 3
0 points to LEVEL 4
Achievements earned
First Post
The Wordsmith 82%
সাজিদ রহমান বর্তমান সময়ের একজন প্রতিশ্রুতিশীল গল্পকার ও লেখক। তিনি কর্মসূত্রে একজন সড়ক শ্রমিক। শুরু থেকে নিজেকে কলম শ্রমিক হিসেবে পরিচয় দিতে ভালবাসেন। তিনি মূলত ছোটগল্প লিখেন। খুব পছন্দ করেন হিউমার বা স্যাটায়ার লিখতে। ২০২২ সালের শেষ প্রান্তে প্রথম গল্পগ্রন্থ “বিজিতের পলায়নবিদ্যা” প্রকাশিত হয়, ২০২৪ এর জানুয়ারিতে প্রকাশ পায় ২য় গল্পগ্রন্থ “বাউরা”। স্বপ্ন'৭১ প্রকাশন থেকে। একুশে বইমেলা ২০২৫ এ অ্যাডর্ন থেকে প্রকাশিত হয়েছে ১ম উপন্যাস "আলমপনার দরবারে"।
সোশাল মিডিয়া, ভিডিও কনটেন্টের দাপট সমাজ থেকে সাহিত্যকে এক রকম বিতাড়িত করে ফেলেছে। এরকম একটা সময়ে সাহিত্য নিয়ে পড়ে থাকা বা চর্চা করা পাহাড়ি খরস্রোতা নদীর স্রোতের বিপরীতে চলারই শামিল। তবুও সমাজে কিছু বোকা লোক থাকে যারা ঠেলে পাহাড় সরানো যাবে না জেনেও সেই কাজ করে যায়। হয়ত এর মাঝেই কোন আশা তাঁকে সামনে চলার সঞ্জীবনী দিয়ে যায়। লেখক নিজেকে সেই দলের অন্তর্ভুক্ত বলে বিশ্বাস করেন।
সোশাল মিডিয়া, ভিডিও কনটেন্টের দাপট সমাজ থেকে সাহিত্যকে এক রকম বিতাড়িত করে ফেলেছে। এরকম একটা সময়ে সাহিত্য নিয়ে পড়ে থাকা বা চর্চা করা পাহাড়ি খরস্রোতা নদীর স্রোতের বিপরীতে চলারই শামিল। তবুও সমাজে কিছু বোকা লোক থাকে যারা ঠেলে পাহাড় সরানো যাবে না জেনেও সেই কাজ করে যায়। হয়ত এর মাঝেই কোন আশা তাঁকে সামনে চলার সঞ্জীবনী দিয়ে যায়। লেখক নিজেকে সেই দলের অন্তর্ভুক্ত বলে বিশ্বাস করেন।