Posts

কবিতা

মৃত্যু উপত্যকায়

April 7, 2025

সাজিদ রহমান

95
View

এক অদ্ভুত আঁধারে ঢেকে গেছে

ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিল,

র*ক্তের হিমবাহ গলে গলে নামছে

১০ ডাউনিং স্ট্রীট ধরে।

বাদ নেই অটোয়া, প্যারিস, সিডনি

দিল্লী, দুবাই, বেইজিং,

জর্ডান, ইথিওপিয়া, হংকং,

মৃ*ত্যুর মিছিল থামছে না কোনভাবেই।

তেল আভিভের প্লেনে উঠে বসেছে

সৌদি, ক্রোয়েশিয়া, কোরিয়ার বিদেশ মন্ত্রী,

নেতা*নিয়াহুর ইশারার অপেক্ষায়

জাপান, ডেনমার্ক, লাইবেরিয়া,

অপেক্ষার প্রহর গুনছে বহু বহু দেশ,

এমনকি ঠুঁটো জগন্নাথ জাতিসংঘ।

কেউ কেউ বলছে অলৌকিক,

কেউ বা বলছে ঘটনা নেহায়েত রেসিপ্রোকাল

গা*জায় একটি শিশুর সাথে ম*রছে,

মিশর, গ্রিস, আর্জেন্টিনার নিষ্পাপ শিশুর দল।

সত্যি যদি এমনটা হতো কোন একদিন

কবেই ইস*রাইল-নমরুদ হয়ে যেত বিলীন।

Comments

    Please login to post comment. Login