শাহরুখ-ঐশ্বরিয়ার মোহাব্বতে সিনেমার গান বাজছিলো কোথাও।
গানের এক পর্যায়ে বলে "পাশ আও গালে সে লাগালু"...
অথচ সে সময় জানতাম, ঐ অংশে বলছে "পাছাও গালেছে লাগালু"..
শুনতাম আর ভাবতাম, ছি! ওরা এত খারাপ!!
আদিম কাল থেকে টিভির এন্টিনা ঘুরায় ঘুরায় হিন্দি সিনেমা দেখে মনে করছিলাম হিন্দি সিনেমার উপর পিএইচডি হয়ে গেছে।
এখন বুঝতেছি, আসলে এতদিন হিন্দি চুল ছিড়েছি।