-ডটডট ভাই, ইউনুস সরকারের ফোন ধরছেন না। কেন?
আজকে সকালের ঘটনা। ঘনিস্ট বন্ধু ফোন দিয়েছে। তাঁর এক রিলেটিভ এক কর্মকর্তার সাথে দেখা করবেন। কারও রেফারেন্সে গেলে সুবিধা। সুবিধা হোক না হোক, এই মিথ ম্যালা দিন থেকে চলতেছে। ব্যাখ্যা দিয়েও লাভ হয় না।
খোঁজ নিয়ে জানলাম, যিনি আছেন, তিনি আমার পরিচিত।
বন্ধুকে বললাম, যিনি দেখা করতে যাবেন তাঁর নাম কি?
কর্মকর্তার কাছে নাম পরিচয় দিয়ে দেয়াও ভদ্রতা। সেকারণে নাম জানতে চাইলাম।
-ইউনুস সরকার।
বন্ধু নাম জানালো। কেমন রিলেটিভ হয় সেও বলল।
এরপর কর্মকর্তা ডটডট ভাইকে ফোন দিলাম।
-ভাই আছেন কেমন? ইউনুস সরকারের ফোন ধরছেন না।
(যদিও উক্ত ইউনুস সরকার ফোন দেই নি। মজা করার জন্যই বললাম)
তিনি রতি পরিমাণ হলেও ভড়কে গেলেন মনে হয়।
এরপর আসল কাহিনী বলতেই হেহে করে হাসি চলল কতক্ষণ।
এই গল্প আবার সেই বন্ধুকে বললাম। শুনে সেও হাসির বাজার বসিয়ে দিলো।
আমি আর বাদ থাকি কেন? বন্ধুর হাসির হাট থেকে বিনে পয়সায় হাসি কিনে হাসির উৎসবে যোগ দিলাম।
61
View