চিড়িয়াখানা ঢুকেছি মাত্র। মোবাইল ঘরঘর করে উঠল। মোন্তাজ চাজির ফোন। চাজি ইদানিং ঘন ঘন কল দিচ্ছে।
-বাহে ছইল, কেংকা আছিস?
-ভালো আছু। কিছু কইবেন, বাহে চাজি? ছইল পইল নিয়া চিড়িয়াখানাত আলছি এনা। পরে কথা হইবে।
-ঠিক আছে, মুই রাখোছো। তা একটা কথার উত্তর দেও তো, বাহে।
- আচ্ছা কয়া ফেলান, চাজি।
-ওটা বোলে অনেক বড়! আর অনেক চিড়িয়া বোলে থাকে ওটে?
- শহরে যত চিড়িয়া আছে, সেই হিসাবে ছোটই হইবে, চাজি।
-বুঝনু না, বাহে।
-বোঝেন নাই!! এই শহরোত সবায় এক একজন চিড়িয়া।
- কি যে কন, বাহে!!
-ঠিকই কওছো, চাজি। আর এই জন্য তো শহরের শিয়ানা চিড়িয়ারা বুদ্ধি করি মেলা দেশ থাকি নিরীহ প্রাণীগুলা ধরি আনছে।
-তাজ্জব ব্যাপার!! কেনে বাহে, উংকা করলো কেনে?
- না হইলে তো জনগন ধরি ধরি ঐ আসল চিড়িয়াগুলাকে এটে আটকে থুইল হয়!!