Posts

নন ফিকশন

২০ টাকায় প্রেম

August 30, 2025

সাজিদ রহমান

58
View

কোথাও প্রেম নেই। 
প্রেমিক নেই। 
প্রেমিকা নেই। 
দশদিকে আছে শুধু হিংসা বিদ্বেষ হানাহানি মারামারি।  চলছে ঘৃণার চাষবাস। হিংসার মধু খেয়ে বেড়ে উঠছে হায়েনার দলদাস।

 এই যখন অবস্থা, ত্রাতা হিসেবে মাটি ফুঁড়ে বের হয়েছেন অন্তত একজন। তিনি একজন প্রেমিক। রোমিও মজনু শাহজাহানের চেয়েও বড়।  তিনি বিশ্বপ্রেমিক। পিউরলি ফিলান্থ্রপিস্ট।

কিন্তু, দুঃখের শেষ নেই। কেউ তাকে চিনলো না। কেউ না।

কিন্তু অত ভালোবাসা প্রেম নিজের ভিতর জমা রাখতে রাখতে দম বন্ধ হওয়ার অবস্থা তার। শেষে বেছে নিলেন বাংলাদেশ ব্যাংককে যারা 'বাহককে চাহিবা মাত্র ২০ টাকা দিতে বাধ্য থাকিবে' বলে ২০ টাকার নোট ছেড়েছেন।

কিন্তু এমন নয় যে, বিশ্বপ্রেমিকের ভালোবাসা পেতে হলে ২০ টাকা দিতে হবে। বরং ২০ টাকার মুদ্রায় লেখা মোবাইল নাম্বারে কল দিলেই 'বালোবাসা পইবেন' বলে অঙ্গীকার করেছেন।  

২০ টাকায় প্রেম 

যারা দীর্ঘদিন প্রেম ভালোবাসাহীন অশান্তির জীবন কাটাচ্ছেন, বা অধিক প্রেমে বিরক্ত হয়ে বিশ্রাম নিচ্চিলেন, বিরতি ভেঙ্গে নতুন করে জড়াতে পারেন। যতই গীতিকার বলুক, 'নতুন প্রেমে মন মজাইয়া করিলাম কি মস্ত ভুল' টাইপ উস্কানিমূলক কথা, দমে যাবেন না।

কারন একটি স্বর্গীয় প্রেম থেকে আপনি মাত্র একটি ফোন-কল দূরত্বে আছেন মাত্র।

Comments

    Please login to post comment. Login