কে বলেছে দুনিয়ায় ভালো মানুষ নেই!
কে গুজব ছড়ায় সমাজে অসহায় মানুষের পাশে দাড়ানোর মত মানুষ হারিয়ে গেছে!
তাদের মুখে ছাই দিয়ে হাজির হয়েছে আকাশ ভাই, সবুজ ভাই, বাচ্চু ভাই, কবির ভাই।
আপনি যদি ঢাকায় নতুন এসে থাকেন
পথ চিনেন না,
থাকার জায়গা নেই
যদি আরো কিছু সার্ভিস প্রয়োজন হয়....
আপনার জন্য সকল সুযোগ সুবিধা নিয়ে অতন্দ্র প্রহরীর মত জেগে আছেন মাননীয় মহামান্য মান্যবর আকাশ ভাই, সবুজ ভাই, বাচ্চু ভাই, কবির ভাই। আপনি ওরকম একটি স্বর্গীয় সুবিধা হতে মাত্র একটি ফোন কল দুরত্বে আছেন।
আকাশ ভাই, সবুজ ভাই, বাচ্চু ভাই, কবির ভাইকে কোথায় পাবেন?
চিন্তা করার কোন কারন নেই।

ফার্মগেট, মালিবাগ, শান্তিনগর, আসাদগেট, নিউ মার্কেট, গাবতলী, শ্যামলী, মহাখালি, উত্তরা, বাবুবাজার, যাত্রাবাড়ী, ভূতের গলি, সায়েদাবাদ, ফয়েদাবাদ ছাড়াও ঢাকার রাজপথে, অলিতে গলিতে, ফুটপাথে, ফুটওভার ব্রিজে, টানেলে, ক্যানেলে সবুজ-হলুদ-আকাশী-নীল কালারের সোন্দর ডিজাইনের আগের আমলের ভিউকার্ডের মত ভিজিটিং কার্ড পাবেন।
আকাশ ভাই, সবুজ ভাই, বাচ্চু ভাই, কবির ভাই সারা ঢাকায় আপনার জন্য 'বেড অব রোজেস' তৈরি করে রেখেছে। এজন্য নির্দিষ্ট ঠিকানা নেই। হাল আমলের এক কবি যেমন একজনকে দেশের পূরা আকাশটা দিয়ে রেখেছেন, তেমনি আকাশ ভাই, সবুজ ভাই, বাচ্চু ভাই, কবির ভাইয়েরা পূরা ঢাকা বরাদ্দ রেখেছেন আপনার জন্য।
সার্ভিস লাগলে এখনই কল করুন।
আকাশ ভাই, সবুজ ভাই, বাচ্চু ভাই, কবির ভাই আর ওয়েটিং ফর ইউ।