পোস্টস

পোস্ট

ছোটদের কাছ থেকে শিখুন

৬ আগস্ট ২০২৪

সাজিদ রহমান

মূল লেখক সাজিদ রহমান

কার্টুন আমার কখনও পছন্দের জিনিস ছিলো না।

ব্যতিক্রম শুধু টম এন্ড জেরি। এ এক অনন্য সৃষ্টি। যগ যুগ ধরে ছোট, বড়, বুড়ো সবার মন জয় করেছে টম এন্ড জেরি। কত আগে থেকে দেখি, এখনও দেখলে দুর্দান্ত লাগে। শিশুদের মত উচ্ছ্বাস নিয়ে দেখি। 

টম কত কত ফাঁদ পাতে। আর জেরিও কৌশলে কিংবা ভাগ্যের জোরে বারবার বেঁচে যায়। তবে টমকেই আমার বেশি স্মার্ট লাগে। নতুন নতুন অভিনব সব ইদুর ধরার কৌশল বের করে সে। জেরিও কম যায় না। একের পর এক দান মেরে দেয়। শেষ অবধি জেরি ধরা পড়েনা।

মাঝেমাঝে বাড়ির মালিককে দেখা যায়। টমকে শাসন করে, বাড়ির ঈদুরগুলোকে এখনও ধরতে পারলো না। বাড়িতে থাকে, খায়। কিন্তু একটা এসাইন্টমেন্টও ঠিকঠাক মত করতে পারে না। টম একটা নালায়েক। বসে বসে অন্ন ধ্বংস করছে শুধু। 

টম অপরাধীর মত চুপচাপ শুনে যায়। 

২.
গতকাল সাফিন বললো, টম ও জেরি মূলত ঘনিষ্ঠ বন্ধু। টম জেরির পিছনে ছুটে বাড়িওয়ালাকে বুঝায়, সে ইদুর ধরার প্রাণান্ত চেষ্টা চালায়। 

আর এসব নাটক করে করে দুজনে সুখে শান্তিতে সেই বাড়িতে বসবাস করে। বাড়িওয়ালাকে বোকা বানায়। 

৩. 
এতকাল ধরে টম এন্ড জেরি দেখেও আসল কাহিনি ধরতে পারিনি। শেষে আসল ঘটনা জানতে পারলাম ক্লাশ ওয়ানে পড়া ছেলের কাছ থেকে। 

নিয়মটাই এমন। সময় হলে ছোটদের কাছ থেকে অনেক কিছু শিখতে হয়। যারা ইগো ভুলে শিখে তারা এগিয়ে যায়। বাকিরা বহু পিছনে পড়ে থাকে।