
কাঁচভাঙ্গা রাতের গল্প' দিয়ে সৈয়দ মন্জুরুল ইসলাম পড়া শুরু করেছিলাম।
স্যার দৈনিকে কলাম লিখতেন। কলাম পড়েই স্যারকে জানি। লেখা পড়ে উনার ভক্ত হয়ে যাই। একদিন সামনে পড়ায় এই গল্পের বইটা কিনে ফেলি। এরপর আবার কোন একদিন একটু পড়ে দেখি বলে হাতে নেই। একটা গল্প পড়তেই চুম্বকের মত টানে। ওরকম হতে পারে ভেবে আরও কয়েকটা গল্প পড়ি। দুর্দান্ত। এরকম অনূভূতি হয়েছিলো ফরেস্ট গাম্প দেখার সময়ে। জাস্ট এক্সপেক্টশনের চেয়ে অনেক ভালো।
এরপর একে একে উনার লেখা 'অন্ধকার ও আলো দেখার গল্প' 'কয়লাতন্ত্র ও অন্যান্য গল্প' 'সেরা দশ গল্প' 'শকুনের ডানা' পড়ি। ছোটগল্প লেখায় তাঁর মুন্সিয়ানায় আমি মুগ্ধ।
কাটাবনে একদিন শেভ করতে গিয়ে শুনি উনার গল্প। সেই নাপিতের কাছে প্রায়শই চুল কাটাতেন তিনি।
প্রথম থেকে আমার খুব ইচ্ছে ছিলো স্যারের সাথে একদিন দেখা করবো। উনার লেখা নিয়ে আমার মুগ্ধতার গল্প বলবো। আমার লেখা গল্পের বই উপহার দিবো। বন্ধু সৈনিককেও সে কথা বলেছিলাম। অসুস্থ শুনে আবার সেটার ভাবনা আসে। সুস্থ হলে এবার দেখা করবোই করবো।
কিন্তু তিনি ফিরলেন না। না ফেরার দেশে চলে গেলেন। উনার অসাধারণ সব লেখা আমাদের মত পাঠকের মাঝে বেঁচে থাকবে।
ওপারে ভালো থাকবেন, স্যার।